কথাঃ মাওঃ মহিউদ্দিন নূর
শিল্পীঃ আব্দুল মুনয়িম খান,  আবদুর রহমান ,আব্দুল্লাহ আল হাদী, মিজানুর রহমান
শিল্পীগোষ্ঠীঃ জুলফিকার হামদ নাত পরিবেশক দল
এ্যালবামঃ প্রেমের টানে স্রষ্টার লাগি


*** গজলের কলি ***
================

আল্লাহ, ওগো আল্লাহ.. ক্ষমা করে দেও মাফ করে দাও |
আল্লাহ, ওগো আল্লাহ.. ক্ষমা করে দেও মাফ করে দাও ,
ক্ষমা করে দেও মাফ করে দাও |

যত দিন এই জীবন বিনা বাচিবে , সু পথে চালাও  মাফ করে দাও , 
সু পথে চালাও  মাফ করে দাও  |

আল্লাহ, ওগো আল্লাহ.. ক্ষমা করে দেও মাফ করে দাও ,
ক্ষমা করে দেও মাফ করে দাও | 

যত দিন এই জীবন বিনা বাচিবে , সু পথে চালাও  মাফ করে দাও , 
সু পথে চালাও  মাফ করে দাও  |

 তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ইমান এনেছি তবুও...

তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ইমান এনেছি তবুও......

এই উসীলায় রহম ও দয়ায় বিলায় , ক্ষমা করে দেও মাফ করে দাও ,
ক্ষমা করে দেও মাফ করে দাও |

আল্লাহ, ওগো আল্লাহ.. ক্ষমা করে দেও মাফ করে দাও ,
ক্ষমা করে দেও মাফ করে দাও |
   
কাওকে সরিনা কাওকে ডরিনা তোমাতে সির দেই তবুও .....

কাওকে সরিনা কাওকে ডরিনা তোমাতে সির দেই তবুও .....

এই উসীলায় বিপদে পার করে নাও ... ক্ষমা করে দেও মাফ করে দাও,
ক্ষমা করে দেও মাফ করে দাও |

আল্লাহ, ওগো আল্লাহ.. ক্ষমা করে দেও মাফ করে দাও,
ক্ষমা করে দেও মাফ করে দাও |
  
কারো কাছে  হারিনা কারো অনুসারী না তবু দারে হাত পাতি তবুও...

 কারো কাছে  হারিনা কারো অনুসারী না তবু দারে হাত পাতি তবুও...

এই উসীলায় চির সুখি জান্নাতে দাও.... ক্ষমা করে দেও মাফ করে দাও,
ক্ষমা করে দেও মাফ করে দাও |

আল্লাহ, ওগো আল্লাহ.. ক্ষমা করে দেও মাফ করে দাও ,
ক্ষমা করে দেও মাফ করে দাও |
   
সার্থকে তেগিয়া বুকে মরে আগিয়া মা-বাবা গেল ঘরে চলিয়া...

সার্থকে তেগিয়া বুকে মরে আগিয়া মা-বাবা গেল ঘরে চলিয়া...
   
এই উসীলায় মা-বাবাকে জান্নাতে নিও..ক্ষমা করে দেও মাফ করে দাও,
ক্ষমা করে দেও মাফ করে দাও |

আল্লাহ, ওগো আল্লাহ.. ক্ষমা করে দেও মাফ করে দাও ,
ক্ষমা করে দেও মাফ করে দাও |
   
যত দিন এই জীবন বিনা বাচিবে , সু পথে চালাও  মাফ করে দাও , 
সু পথে চালাও  মাফ করে দাও  |

আল্লাহ, ওগো আল্লাহ.. ক্ষমা করে দেও মাফ করে দাও , ক্ষমা করে দেও মাফ করে দাও |

ক্ষমা করে দেও মাফ করে দাও |